/anm-bengali/media/media_files/zB78P7dSMro3Dtht0pUo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নয়ডা সোসাইটিতে লাগাতার মারধরের ঘটনা বেড়ে চলেছে। প্রতিদিন আবাসিক ও নিরাপত্তারক্ষীদের মারধরের ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি সামনে এসেছে নয়ডার সেক্টর-৯৯-এর গ্রিন ভিউ অ্যাপার্টমেন্ট থেকে, যেখানে সোসাইটির আরডব্লিউএ (RWA) প্রেসিডেন্ট এক ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করেছেন।
नोएडा : आरडब्ल्यूए अध्यक्ष ने पहले मंगवाया सामान, फिर डिलीवरी ब्वॉय को पीटा, Video @noidapolice#Noidahttps://t.co/RBhEeJP1ny (@Nitinparashar__) pic.twitter.com/L4N0aInJhe
— Tricity Today (@tricitytoday) May 21, 2023
এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দেন সোসাইটিতে বসবাসকারী এক বাসিন্দা। ঘটনাটি ঘটেছে কোতোয়ালি ৩৯ নম্বরে। আরডব্লিউএ প্রেসিডেন্ট অমিত যাদবের বাড়িতে কিছু মালপত্র নিয়ে হাজির হন এক ডেলিভারি বয়। এরপর অমিত যাদব ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করেন। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us