ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা, খেরসনে নিহত ১, একাধিক আহত

ড্রোন ও মর্টারের হামলায় ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, দনিপ্রোপেট্রোভস্কে দমকল কেন্দ্রেও আঘাত।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
bre

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বাহিনীর ড্রোন, আর্টিলারি ও মর্টার হামলায় এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। হামলায় একাধিক বাড়িঘর, অবকাঠামো এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের নিকোপোল জেলায় রুশ বাহিনী একটি দমকল কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়, যাতে একজন উদ্ধারকর্মী আহত হন।

অন্যদিকে, চেরনিহিভ অঞ্চলের নভোহোরদ-সিভেরস্কি এলাকায় গোলাবর্ষণের সময় এক স্থানীয় বাসিন্দা আহত হন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ হামলা প্রতিরোধে সেনারা পাল্টা ব্যবস্থা নিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে।