ভয়ে কাঁপবে আমেরিকা ! ভারতের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে প্রস্তুত রাশিয়া

বড় ঘোষণা করলো রাশিয়া।

author-image
Debjit Biswas
New Update
modi putinq1.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন, যার নাম হল সুদর্শন চক্র। আর এবার ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেমে নিজেদের অবদান রাখার জন্য ইচ্ছা প্রকাশ করলো স্বয়ং রাশিয়া। ভারতের নতুন  এয়ার ডিফেন্স সিস্টেম 'সুদর্শন চক্র'-তে রাশিয়ার সামরিক সরঞ্জাম ব্যবহৃত হবে বলে আজ আশা প্রকাশ করলেন রাশিয়ার এক বিশিষ্ট  কূটনীতিক। এই বিষয়ে রুশ চার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন গতকাল বুধবার বলেন, "আমরা মনে করি, যখন এই ধরনের সুরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের কথা আসে, তখন তাতে অবশ্যই রাশিয়ার সরঞ্জাম অন্তর্ভুক্ত হওয়া উচিত।"

donald trump

এছাড়াও বাবুশকিন জানান,''রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মোকাবিলা করার জন্য  রাশিয়ার কাছে একটি 'বিশেষ ব্যবস্থা' আছে।'' তিনি বলেন,''রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর চাপ দেওয়াটা 'অযৌক্তিক'।  এ ধরনের নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সুরক্ষার জন্য ক্ষতিকর।''