/anm-bengali/media/media_files/5q4gTsuUrjwipnQLznPN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কয়লা পাচারকাণ্ডে এবার নয়া মোড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরালো ইডি (ED)। আজ দুবাই যাওয়ার পথে তড়িঘড়ি বিমানবন্দরেই রুজিরাকে আটকে দেন ইডির আধিকারিকরা। ইডির দাবি, বিদেশ যাওয়ার নাকি অনুমতি ছিল না রুজিরার। কিন্তু এরই মাঝে বড় দাবি করলেন অভিষেক পত্নীর আইনজীবী। তিনি জানিয়েছেন,‘তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ই-মেইলের মাধ্যমে ইডিকে জানান আগামী ৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সন্তানদের নিয়ে দুবাই সফর করবেন তিনি। তবে সেই সময়ে ইডির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
#UPDATE | Though not required to intimate, still to express her bonafide, Rujira Banerjee, wife of TMC leader Abhishek Banerjee informed ED through email of her upcoming visit to Dubia from June 5 to June 13 with her children. There was no response/communication from ED…
— ANI (@ANI) June 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us