ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিতর্ক, জম্মু-কাশ্মীর বিধানসভায় তীব্র বাদানুবাদ !

যদিও পরে এই ঘটনার প্রেক্ষিতে স্পিকার অধিবেশন ১৫ মিনিটের জন্য বিধানসভা মুলতুবি ঘোষণা করেন।

author-image
Debjit Biswas
New Update
ABDUL RAHIM RATHAR

নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীর বিধানসভায় আজ তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে। আজ ন্যাশনাল কনফারেন্স (NC)-এর বিধায়করা, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে, বিধানসভার অধিবেশন মুলতুবির প্রস্তাব উপস্থাপন করতে চাইলে, স্পিকার তাতে  অনুমতি না দেওয়ায় তারা বিক্ষোভে ফেটে পড়েন তারা। এরপরেই শুরু হয় তীব্র হৈ-হট্টগোল।

JAMMU KASHMIR

এই বিষয়ে স্পিকার আব্দুল রহিম রাথার বলেন,"রুল ৫৬ এবং রুল ৫৮-এর সাব-রুল ৭ অনুযায়ী, কোনও একটি বিষয় যদি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকে, তাহলে তা নিয়ে অধিবেশন মুলতুবির প্রস্তাব আনা যায় না। যেহেতু এই আইন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এটি বিধানসভা মুলতুবির প্রস্তাব নিয়ম বিরুদ্ধ।"