সেবা নয়,এখন ব্যবসা হয়ে গেছে শিক্ষা আর স্বাস্থ্য ! বিস্ফোরক মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

কি বললেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত ?

author-image
Debjit Biswas
New Update
u7clpod_mohan-bhagwat-_625x300_26_November_24

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : এবার দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে সরব হলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। তিনি বলেন,''স্বাস্থ্য এবং শিক্ষা যেকোনও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় এগুলিকে সেবা হিসেবে গণ্য করা হতো। কিন্তু এখন এই দুটিই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। উভয় ক্ষেত্রেই বাণিজ্যিকীকরণ হয়েছে। এগুলি এখন আর সাশ্রয়ী বা সহজলভ্য নয়।"

mohan-bhagwat-1727335641
ফাইল চিত্র