BREAKING: চেন্নাইকে হারিয়ে জয়লাভ করলো রাজস্থান !

দেখুন খেলার আপডেট।

author-image
Debjit Biswas
New Update
ipl

নিজস্ব সংবাদদাতা : আজ আইপিএল (IPL) ২০২৫ এর ৬২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে ১৮৭ রান করে চেন্নাই। জবাবে দ্বিতীয় ভাগে ব্যাট করতে নেমে মাত্র ১৭.১ ওভারেই নির্ধারিত টার্গেট পূরণ করে নেয় রাজস্থান। দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর নির্ভর করে খুব সহজেই চেন্নাইকে হারিয়ে দেয় রাজস্থান। 

uk5g66ug_ms-dhoni-csk-bcciipl_625x300_17_October_21-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg