ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন ব্যক্তি! প্রাণ বাঁচালেন 'হিরো'

চলন্ত ট্রেন থেকে ওঠা নামা প্রসঙ্গে বারবার সতর্ক করে আসছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু কিছু মানুষ যে রেলের এই সতর্ক বার্তায় মোটেই কর্ণপাত করতে চাইছেন না তা বোঝাই যাচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
indian rail.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চলন্ত ট্রেন থেকে ওঠা নামা প্রসঙ্গে বারবার সতর্ক করে আসছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু কিছু মানুষ যে রেলের এই সতর্ক বার্তায় মোটেই কর্ণপাত করতে চাইছেন না তা বোঝাই যাচ্ছে। রেলের সতর্কবার্তা না শুনে বহু মানুষই বলতে গেলে প্রায় প্রত্যেকদিন মৃত্যুর মুখে চলে যাচ্ছেন। কিন্তু কিছু রিয়েল লাইফের ‘হিরো’ এমনও আছেন যারা বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই মানুষের সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে।  আরপিএসএফকনস্টেবলবালকারসুরাটরেল স্টেশনেএকযাত্রীকেট্রেনের তলায় চলে যাওয়ার আগেই বাঁচিয়ে নেন। রেলের একটাই বক্তব্য, দয়াকরেআপনারসুস্থতাকেঅগ্রাধিকারদিনএবংচলন্তট্রেনেওঠাবন্ধকরুন।