অপারেশন মাতৃশক্তিঃ RPF-এর উদ্যোগে স্টেশনে সন্তান প্রসব করলেন মহিলা

"অপারেশন মাতৃশক্তি"-র অধীনে ফের নজিরবিহীনকাণ্ড ঘটাল আরপিএফের দল। আরপিএফের দ্রুত তৎপরতায় জন্ম নিল এক শিশু। জানা গিয়েছে, বিহারের দারভাঙ্গা স্টেশনে একজন গর্ভবতী মহিলার হঠাতই প্রসব বেদনা ওঠে।

author-image
SWETA MITRA
New Update
rpf.jpg



নিজস্ব সংবাদদাতাঃ "অপারেশন মাতৃশক্তি"-র অধীনে ফের নজিরবিহীনকাণ্ড ঘটাল আরপিএফের দল।  আরপিএফের দ্রুত তৎপরতায় জন্ম নিল এক শিশু। জানা গিয়েছে, বিহারের দারভাঙ্গা স্টেশনে একজন গর্ভবতী মহিলার হঠাতই প্রসব বেদনা ওঠে। এরপর সেইসময়ে স্টেশনে থাকা আরপিএফ-এর (RPF) দল এবং রেলওয়ে হাসপাতালের কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করেন। এরপর সঠিক চিকিৎসার পর ওই মহিলা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে তাঁদের আরও উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।