New Update
/anm-bengali/media/media_files/KhAB4lo2tWZ5tcseMHIs.jpg)
নিজস্ব সংবাদদাতা: আরপিএফ (RPF) সেকেন্দ্রাবাদ (Secunderabad) অপারেশন এএএইচটি (AAHT)-এর আওতায়, বিবিএর (BBA) সহযোগিতায় ১৯ ও ২০ এপ্রিল ট্রেন নং ১৭০০৮ ধরনগঙ্গা এক্সপ্রেস (Dharbanga Express) এবং ট্রেন নং ১১০২০ কোনার্ক এক্সপ্রেস (Konark Express) থেকে পাচারের শিকার ৫৪ জনকে উদ্ধার করেছে।
/anm-bengali/media/media_files/TbMRUo3o3tAQFGqeYItz.jpg)
আরপিএফ সেকেন্দ্রাবাদ এবং বিবিএর যৌথ অভিযানের জন্য ২ টি ট্রেন চিহ্নিত করা হয়েছিল। আরপিএফ সফলভাবে ৫৪ জন কিশোরকে উদ্ধার করেছে এবং দুই দিনে ১৩ জন পাচারকারীকে আটক করেছে।
/anm-bengali/media/media_files/kcbmcThg5loQr9d0RXQe.jpg)
১৯ এপ্রিল, আরপিএফ কর্মীরা ট্রেন নং ১৭০০৮ ধরবাঙ্গা এক্সপ্রেসকে বাল্লারশাহ থেকে কাজিপেট পর্যন্ত লক্ষ্য করে অভিযান চালিয়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us