ছোট ভুল থেকেই ঘটে দুর্ঘটনা!

ফের চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী। তাকে বাঁচাতে এগিয়ে এলেন আরপিএফ কনস্টেবল।মধ্যপ্রদেশের গঞ্জাবাসোদা স্টেশনের ঘটনা।

author-image
Pallabi Sanyal
23 May 2023
ছোট ভুল থেকেই ঘটে দুর্ঘটনা!

নিজস্ব সংবাদদাতা : ফের চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী। তাকে বাঁচাতে এগিয়ে এলেন আরপিএফ কনস্টেবল। মধ্যপ্রদেশের গঞ্জাবাসোদা স্টেশনের ঘটনা। আরপিএফের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে দুর্ঘটনার ভিডিও। যাত্রীকে বাঁচান কনস্টেবল ধীরেন্দ্র সিং। ভিডিও পোস্ট করে চলন্ত ট্রেনে ওঠা কিংবা চলন্ত ট্রেন থেকে নামার বিষয়ে সাবধান করেছে রেল পুলিশ। চলন্ত ট্রেনে ওঠার মতো ছোট ভুলগুলোই যে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আপনার জীবনে তা নিয়েও সতর্ক করা হয়েছে। দেখুন ভিডিও।