/anm-bengali/media/media_files/q9xqHgj1b70gW7L6EPTF.jpg)
নিজস্ব সংবাদদাতা: সুরাট স্টেশনে বীরত্বের সঙ্গে মহিলা যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ কর্মী অরবিন্দ কুমার। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান ওই যাত্রী। তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার প্রাণ বাঁচান অরবিন্দ কুমার। তিনি দুপুর ২ টো থেকে রাত ১০ পর্যন্ত প্ল্যাটফর্ম ডিউটিতে নিযুক্ত ছিলেন। তার ডিউটি চলাকালীন সুরাট স্টেশন থেকে ওই যাত্রী সুরাট - সানজান মেমু স্পেশাল ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। তবে অরবিন্দ কুমার দ্রুত তাকে টেনে নিয়ে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন। তার দুর্দান্ত প্রচেষ্টায় ওই যাত্রীর জীবন রক্ষা পায়।
सूरत रेलवे-स्टेशन पर ड्यूटी में तैनात 7वीं वाहिनी/रेलवे सुरक्षा विशेष बल के आरक्षक अरविंद कुमार द्वारा त्वरित कार्रवाई करते हुए चलती गाड़ी में चढ़ने के क्रम में गिरने पर महिला यात्री को ट्रेन की चपेट में आने से बचाया ।#ऑपरेशन_जीवनरक्षाpic.twitter.com/13dTU5IqUU
— RPF INDIA (@RPF_INDIA) April 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us