চলন্ত ট্রেনে উঠতে গিয়ে চরম বিপত্তি, RPF-এর তৎপরতায় রক্ষা পেলেন ব্যক্তি

চলন্ত ট্রেনে ওঠা এবং নামা নিয়ে বারবার সাধারণ যাত্রীদের সতর্ক করে আসছে রেল। যদিও কিছু মানুষ এখনও এই বিষয়ে সচেতন যে নয় তার প্রমাণ বারবার ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

author-image
SWETA MITRA
New Update
rpf train.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চলন্ত ট্রেনে ওঠা এবং নামা নিয়ে বারবার সাধারণ যাত্রীদের সতর্ক করে আসছে রেল। যদিও কিছু মানুষ এখনও এই বিষয়ে সচেতন যে নয় তার প্রমাণ বারবার ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ফের একবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যুর মুখে চলে যাচ্ছিলেন একজন ব্যক্তি। যদিও পারভানি-ফাফুন্ড রেলস্টেশনে কর্তব্যরত আরপিএফ কনস্টেবল এম জি সূর্যবংশী এবং লোকেশ কুমারের উদ্যোগে ওই ব্যক্তির প্রাণ অল্পের জন্য রক্ষা পায়। আরপিএফ ইন্ডিয়ার তরফে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি  ট্রেনের প্ল্যাটফর্ম এবং ফুটবোর্ডের মধ্যে আটকে পড়েন। তবে আরপিএফের দ্রুত তৎপরতায় রক্ষা পান ওই যাত্রী।