New Update
/anm-bengali/media/media_files/hYCPW78OP9sPDtjS6gzK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৫ জুন রাত ১ টা ৩৯ মিনিটে রাঁচি রেলস্টেশন থেকে ট্রেন নং ১৭০০৭ ছেড়ে যাওয়ার সময় এক ব্যক্তি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু সেই কাজে তিনি সফল হননি। বরং চলে গিয়েছিলেন মৃত্যুর খুব কাছে। চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে তিনি পড়ে যেতে পারতেন। যার পরিণতিহতে পারতো ভয়ংকর।
/anm-bengali/media/media_files/0V49fbXsAx5PLHgG2Hrt.jpg)
কিন্তু সেখানে কর্তব্যরত আরপিএফ কর্মীরা ছিলেন সতর্ক। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছুটে যান ওই ব্যক্তির দিকে। নিরাপদে ট্রেন থেকে প্লাটফর্মে নামানো হয় তাকে। এর পর থামে ট্রেন। ট্রেন থামার পর ওই ব্যক্তি ট্রেনে ওঠেন। হেড কনস্টেবল বি গোপ এবং হেড কনস্টেবল সুচন্দ আহির না থাকলে হয়তো আরও বিপদের মধ্যেপড়তেন ওই ব্যক্তি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us