New Update
/anm-bengali/media/media_files/Dq31JzzjKMrPL4QchY71.webp)
BREAKING NEWS : পরপর ৫ বার ইডির ডাকে সাড়া না দিয়ে বিপদে কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবার রাউস অ্যাভিনিউ কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সমন (Summon)জারি করা হল রাউস কোর্ট থেকে। পাঁচবার সমনের পরেও হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। তাই ইডি (ED) আদালতে যায়। ফলে রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে ডেকে পাঠানো হয় অরবিন্দ কেজরিওয়ালকে ।(Arvind Kejriwal)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us