New Update
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন মহাকাশে থাকার পর অবশেষে কয়েকদিন আগেই পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস। আর এবার সুনিতাকে বিশেষ সম্মান জানানোর জন্য একটি রাস্তার নামকরণ করা হবে সুনিতা উইলিয়ামসের নামে।
এই বিষয়ে বিজেপি কর্পোরেটর রঞ্জিত সিং জানিয়েছেন, "আমিই প্রথম প্রস্তাব দিয়েছিলাম যে লখনউয়ের ইসরো অফিসের সামনের রাস্তাটির নাম, সুনীতা উইলিয়ামসের নামে রাখা হোক। আজ এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।"
Lucknow, UP | BJP Corporator Ranjit Singh, who proposed naming a road after NASA astronaut Sunita Williams, says, "I gave a proposal that the road in front of the ISRO office in Lucknow should be named after Sunita Williams. This proposal was passed unanimously." pic.twitter.com/mT6F7FtQZ0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 25, 2025