/anm-bengali/media/media_files/xdfSgYSPiNlQIZ9l0fi5.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের ইটাওয়ায় একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি বাস উল্টে যায়। এই ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বাসটি শ্রাবস্তি থেকে গুজরাট যাচ্ছিল। এদিকে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ১১৩ নম্বর চ্যানেলে বাসটি নিয়ন্ত্রণহীনভাবে উল্টে যায়।
#WATCH | Uttar Pradesh: Several people got injured after the bus they were travelling in overturned in Etawah's Agra–Lucknow Expressway today. The injured have been admitted to hospital.
More details awaited. pic.twitter.com/XZViwkZXiQ
জানা গেছে, বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাইফাই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টর আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ইউপিডিএ টিম ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ক্রেন মেশিনের সাহায্যে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে ফেলা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us