কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা, হতবাক হয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী

অল্পের জন্য রক্ষা পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিং। বৃহস্পতিবার রাতে মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

author-image
SWETA MITRA
New Update
ranjan singh mani.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে (Manipur) হিংসা যেন থামারই নাম নিচ্ছে না। গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয়মন্ত্রীআরকেরঞ্জনসিং-এরবাসভবনেআগুনধরিয়েদেওয়াহয়বলেঅভিযোগ। এদিকে এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আবারও প্রতিক্রিয়া জানালেন। তিনি আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "এই ঘটনায় আমিহতবাক। মণিপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।“ বৃহস্পতিবার রাতে মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে ছিলেন না। শুধু তাই নয়, নিউ চেকনের দুটি বাড়িতেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর পরেই নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এর আগে গত ১৪ জুন ইম্ফলের লামফেল এলাকায় মহিলা মন্ত্রী নেমচা কিপজেনের সরকারি বাসভবনেও আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বলে অভিযোগ উঠেছে।

মণিপুরেহিংসার ঘটনাঅব্যাহতরয়েছে।জানা যাচ্ছে, গত ১৩ জুন মঙ্গলবারদুষ্কৃতীদের করাআকস্মিকগুলিতেজননিহত১০জনআহতহয়েছেন।সময়কয়েকজন দুষ্কৃতীখামেনলোকগ্রামেরঅনেকবাড়িতেওআগুনধরিয়েদেয় বলে অভিযোগ।তামেংলংজেলারগোবাজাংয়েওবেশকয়েকজনআহতহয়েছেনবলেজানাগেছে।

মণিপুরেরপরিস্থিতিএইমুহূর্তেখুবইউত্তেজনাপূর্ণ।রাজ্যের১৬টিজেলারমধ্যে১১টিতেকারফিউজারিকরাহয়েছেএবংইন্টারনেটপরিষেবাওবন্ধরাখা হয়েছে।শুধুতাইনয়, মানুষমৌলিকচাহিদারজন্যওসংগ্রামেরসম্মুখীনহচ্ছেন।একমাসেরওবেশিসময়ধরেসহিংসতায়জর্জরিতমণিপুরেশান্তিফিরিয়েআনারজন্যক্রমাগতপ্রচেষ্টাচালানোহচ্ছে, তবেসমস্তপ্রচেষ্টাব্যর্থহচ্ছেবলেমনেহচ্ছে।একমাসআগেমণিপুরেমেইতেইকুকিসম্প্রদায়েরমধ্যেসহিংসতায়১০০জনেরওবেশিমানুষপ্রাণহারিয়েছিলেনএবং৩১০জনআহতহয়েছিলেন।রাজ্যেশান্তিফিরিয়েআনতেসেনাআধাসামরিকবাহিনীমোতায়েনকরাহয়েছে।

মণিপুরেজাতিগতসহিংসতায়এখনপর্যন্ত১০০জনেরওবেশিমানুষনিহতহওয়ারমধ্যেবৃহস্পতিবারগভীররাতেইম্ফলেরকংবাতেকেন্দ্রীয়মন্ত্রীআরকেরঞ্জনসিংয়েরবাসভবনেআগুনধরিয়েদেওয়াহয়েছেবলেমণিপুরসরকারকেজানানোহয়েছে। 

ওইএলাকায়কারফিউজারিথাকাসত্ত্বেওজনতাওইবাড়িতেঢুকেপড়ে।হামলার প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, “হামলায় কেউ আহত হয়নি। আমি বর্তমানে কিছু কাজে কেরালায় রয়েছি। সৌভাগ্যবশত, গত রাতে আমার ইম্ফলের বাড়িতে কেউ আহত হয়নি। দুষ্কৃতীরা পেট্রোল বোমা নিয়ে এসেছিল এবং আমার বাড়ির নিচ তলা এবং প্রথম তলার অনেক ক্ষতি করেছে।”