নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যেই ২০২৪ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়েছে। বিহারের সারনে নিজের মেয়ে রোহিনী আচার্যের হয়ে প্রচারে গিয়েছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সেখানে তিনি বলেছেন, “এখানে কোনও প্রতিযোগিতা নেই। আমরা অবশ্যই জিতব। রোহিনী আচার্য এই আসনে জিতবেন।”
/anm-bengali/media/media_files/2CL2SRYI5n848qChPYRF.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)