আপ সাংসদের বাড়িতে তল্লাশি, অন্য তথ্য পেলেন RJD সাংসদ

ইডির অভিযানের বিষয়ে, এবার মুখ খুললেন আরজেডি সাংসদ মনোজ ঝা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
manoj-jha1681482489372.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ইডির অভিযানের বিষয়ে, এবার মুখ খুললেন আরজেডি সাংসদ মনোজ ঝা।

তাঁর কথায়, “এটি দুঃখজনক, তবে আশ্চর্যজনক নয়। এখন এই বিষয়টি নির্বাচন পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ যার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। ২০২৪ লোকসভা নির্বাচন। গতকাল নিউজক্লিক এবং সমস্ত সাংবাদিকদের উপর একটি অভিযান চালানো হয়েছিল, আর আজ সঞ্জয় সিং এর উপর। এরই নাম তো বিজেপি সরকার”।