হিন্দু বনাম মুসলিম...রাহুল গান্ধী অশুভ! শুরু জোর তরজা

বিহারে বিজেপি সমর্থিত এনডিএ সরকার গঠনের পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটকে নিশানা করেছিলেন।

author-image
SWETA MITRA
New Update
giriraj rahul.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নিজের বিতর্কিত মন্তব্যের কারণে বারবারই শিরোনামে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গিরিরাজ সম্প্রতি বলেন, "রাহুল গান্ধী (Rahul Gandhi) ইন্ডি জোটের জন্য অশুভ প্রমাণিত হয়েছেন। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই জোট ভাঙছে"। এদিকে এই প্রসঙ্গে আরজেডি সাংসদ মনোজ ঝা (Manoj Jha) বলেন, "গিরিরাজ সিং এমন একটি মন্ত্রকের অন্তর্ভুক্ত যা কেবল হালাল বনাম ঝটকা, ভারত বনাম পাকিস্তান, হিন্দু বনাম মুসলিম নিয়ে কথা বলে। এই ধরনের পোর্টফোলিও আসলে কেন্দ্রে নেই। আমি প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করব এই ধরণের জিনিসগুলির জন্য তাঁর পোর্টফোলিও সীমাবদ্ধ করুন।“