INDIA জোটে কংগ্রেস-TMC বিভেদ! আমরা কষ্ট পাব, বললেন সাংসদ

INDIA জোটে কংগ্রেস-TMC বিভেদ স্পষ্ট কাল মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য থেকেই। এরপর থেকেই দেশীয় রাজনীতিতে পড়েছে শোরগোল। এবার এই বিষয়ে আরো এক শরিক দলের সাংসদ।

author-image
Anusmita Bhattacharya
New Update
rahulmam

নিজস্ব সংবাদদাতা: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভারত জোটে আসন ভাগাভাগি নিয়ে আম আদমি পার্টি এবং তৃণমূলের অবস্থান সম্পর্কে, আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, 'এই সব দুর্ভাগ্যজনক। এগুলিকে স্বাস্থ্যকর লক্ষণ হিসাবে বিবেচনা করা যায় না। যেহেতু ভারত জোট পাটনায় গঠিত হয়েছিল তার ভিত্তি দুর্বল হলে আমরা কষ্ট পাব'। আমরা চাই অভ্যন্তরীণ কোন্দলের দ্রুত সমাধান হোক'। গতকাল মুখ্যমন্ত্রী মমতা কংগ্রেস সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন। তার আগের দিনই আবার রাহুল গান্ধী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এবং দলের ভালো সম্পর্ক। তবে তার পরের দিনেই মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে বিভেদ স্পষ্ট।

rainad

ff1

flames1