ইন্ডিয়া শব্দে আপত্তি থাকলে ভারতেও থাকা উচিৎ! তোপ লালু পুত্রের

প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায় লেখা হল প্রেসিডেন্ট অফ ভারত। আর এ নিয়েই চড়ছে পারদ। বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া হওয়ার পর থেকেই ভারত ও ইন্ডিয়া নিয়ে চলে আসছে নানা তর্ক-বিতর্ক। এবার প্রধানমন্ত্রীকে নিশানা তেজস্বী যাদবের।

author-image
Pallabi Sanyal
New Update
11

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না লিখে লেখা হয়েছে 'ভারতের রাষ্ট্রপতি'। আর তারপর থেকেই উঠেছে ঝড়। তেলপাড় রাজনৈতিক মহল। এ বিষয়ে এবার মুখ খুললেন বিহারের উপমুখ্যমন্ত্রী-আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেনে যে আগে, ভাষণে প্রধানমন্ত্রী বলতেন "ভোট ফর ইন্ডিয়া"। এবার ইন্ডিয়ার জায়গায় ভারত শব্দের ব্যবহার বোঝায় যে মোদী ইন্ডিয়াকে ভয় পান। প্রধানমন্ত্রীর যদি 'ইন্ডিয়া' শব্দে আপত্তি থাকে, তাহলে 'ভারত' নিয়েও তার আপত্তি থাকা উচিত। বিরোধী ঝোটের  স্লোগান হল 'জুড়েগা ভারত, জিতেগা ভারত'। ভারত ও ইন্ডিয়া একই। বিজেপি আসলে নার্ভাস হয়ে ইন্ডিয়া নাম মুছে ফেলেছে।