'ব্রিটিশ শাসনের সময়ে কোথায় ছিলেন মা দুর্গা?', বিস্ফোরক বিধায়ক

বিস্ফোরক দাবি করে শিরোনামে উঠে এলেন এই বিধায়ক। তাঁর নিশানায় মা দুর্গা।

author-image
SWETA MITRA
New Update
dw

নিজস্ব সংবাদদাতাঃ শেষ হয়েছে দুর্গাপুজো। এদিকে মা দুর্গার চলে যাওয়ার শোক এখনও সকলে কাটিয়ে উঠতে পারেননি। এরই মাঝে মা দুর্গাকে নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন আরজেডি বিধায়ক ফাতে বাহাদুর সিং (Phate Bahadur Singh)। তিনি দেবী দুর্গা সম্পর্কে বলেছেন, "যারা লিখেছেন যে মা দুর্গা (Maa Durga) কোটি কোটি মহিষাসুরের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন তাদের আমি জিজ্ঞাসা করতে চাই। ব্রিটিশ সরকার যখন ভারতকে দাস বানিয়েছিল তখন মা দুর্গা কী করছিলেন? তখন দশটি অস্ত্র কোঁথায় ছিল? সেই সময় নতুন অস্ত্র উদ্ভাবন করা হয়েছিল, তাহলে মা দুর্গা কেন ব্রিটিশ সরকারকে হত্যা করেননি?" দেখুন ভিডিও...