BREAKING: হঠাৎ করেই কলকাতায় পৌঁছালেন আরজেডি (RJD) প্রধান লালু প্রসাদ যাদব

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
lalu

নিজস্ব সংবাদদাতা : তেজ প্রতাপ যাদব প্রসঙ্গে বিতর্কের জের ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি তেজ প্রতাপ যাদবের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেছেন তার প্রাক্তন স্ত্রী ঐশ্বর্য রাই। আর এসমস্ত কিছুর মাঝেই রাষ্ট্রীয় জনতা দলের (RJD) প্রধান লালু প্রসাদ যাদব আজ কলকাতায় এসে পৌঁছেছেন। তিনি বর্তমানে এই বিষয়ে কোনও রাজনৈতিক বা পারিবারিক প্রতিক্রিয়া না জানালেও, এই বিকট পরিস্থিতি নিয়ে জল্পনা একেবারেই তুঙ্গে। 

TEJ PRATAP YADAV