New Update
/anm-bengali/media/media_files/pI8HlroToBfLjHVprMSR.jpg)
নিজস্ব সংবাদদাতা : দেখে বোঝার উপায় নেই মানুষগুলো নিজেদের গ্রামের রাস্তা পেরোচ্ছে নাকি নদী পেরোচ্ছে। অসমের বন্যা পরিস্থিতি ক্রমে ভয়াবহ আকারণ ধারণ করছে। হাঁটু জলে কাটছে জীবন। ২০টি জেলায় ক্ষতিগ্রস্ত ১.২ লক্ষ মানুষ। গত ২৪ ঘন্টায় পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এই বছর প্রথমবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা এক লাখ পার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫ হাজার মানুষ। নৌকার সাহায্যে এনডিআরএফ নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে মোট ১২৮০ জনকে।
#WATCH | Several villages in Assam, flooded following torrential rain in the past few days pic.twitter.com/ln1Iy3ChXQ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us