এখন এ কে-৪৭ এর রাজত্ব- কে করেন এই দাবি?

আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
tejashwiyadavq1.jpg

নিজস্ব সংবাদদাতা: আরজেডির নেতা তেজস্বী যাদব করলেন বড় দাবি। তিনি বলেছেন, "এই মানুষগুলো বিহারের ব্যাপারে যত্নশীল নয়। যে সব বহিরাগতরা আসছে তারা বিহারকে উপনিবেশ করতে চায়। তারা বিহার দখল করতে চায়। বিহারের ছেলে বিহার চালাবে, কোনো বহিরাগত নয়। এই মানুষগুলো রিমোট কন্ট্রোল চাইছে। বিহার শীর্ষে আছে... বিজেপি শাসিত রাজ্যে বেকারত্ব সবচেয়ে বেশি। সরকার গঠন করেও তারা এখন পর্যন্ত কি করেছে? তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা মানুষকে বেকার রেখেছে। তারা বিহারের মানুষকে অভিবাসী বানিয়েছে। দু'দিন আগে যে ঘটনা ঘটেছে (মোকামা হত্যা), এটি কী বোঝায়? কোনো গ্রেফতার হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন এ কে-৪৭ এর রাজত্ব। মুখ্যমন্ত্রী কি এই ঘটনার নিন্দা করেছেন? নির্বাচন কমিশন কেন নীরব?"

fcr7cn5c_tejashwi-yadav-ani_640x480_05_March_23