টম্যাটো, পেঁয়াজের পর এবার এটা! দামে আর খেতে পাবেন না

এখন পর্যন্ত এই দুই শস্য চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। উৎপাদন কমলে ডাল, গম থেকে আটা ও আটা-ময়দা থেকে উৎপাদিত খাদ্যদ্রব্যের দাম বাড়তে পারে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
da money.jpg

নিজস্ব সংবাদদাতা: দেশবাসীর নিত্যপ্রয়োজনীয় প্রধান খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে চাল, ডাল, গম। এবার এগুলির দাম বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক বাজারে চালের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। অন্যদিকে দেশে আটা ও ডালের মুদ্রাস্ফীতি হওয়ার হয়ে যেতে পারে বলে আশঙ্কা। এর প্রধান কারণ, গম ও ডালের উৎপাদন কমে যাওয়া। 

 এখন পর্যন্ত ৫ শতাংশেরও বেশি কম গমের চাষ হয়েছে। ডাল চাষের পরিমাণ ৮ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।