আরজি কর মামলায় এবার নির্যাতিতার মা-বাবার পাশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী

আগামী সোমবার রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vrinda-grover-unhrc

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ফের আইনজীবী বদল। চিকিৎসক পক্ষের পর এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার মা-বাবা। সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন তিলোত্তমার বাবা-মা’র হয়ে লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 

আগামী সোমবার রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি। তার আগেই এই আইনজীবী বদল। অভয়ার মা-বাবার হয়ে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৃন্দা গ্রোভার। জানা গিয়েছে, তিনি এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা-বাবার কাজ থেকে এক টাকাও পারিশ্রমিক নেবেন না। 

supreme court hearing

স্বনামধন্য আইনজীবী বৃন্দা গ্রোভার। একাধিক মানবাধিকার ও মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন তিনি। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্যও তিনি। ১৯৮৭ সালের হাসিমাপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতে লড়েছেন তিনি। একই সাথে শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতেও তাঁর বিশেষ অবদান রয়েছে। 

তরুণী চিকিৎসকের পরিবার সূত্রে খবর, তারা চাইছেন ওজনদার কোনও আইনজীবী তাঁদের মেয়ের সুবিচারের জন্য লড়ুক। চিকিৎসকদের পক্ষে যেমন ইন্দিরা জয়সিং জোরালো প্রশ্ন করছেন, তা দেখেই তিলোত্তমার পরিবারের তরফে এই সিদ্ধান্ত। তাছাড়া মামলা লড়তে দিল্লি যেতে কিছুটা অসুবিধাও হচ্ছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সব মিলিয়ে এই সিদ্ধান্ত। 

Adddd