BREAKING: ইন্দিরা গান্ধী আমেরিকার হুমকি উপেক্ষা করেও পাল্টা জবাব দেন ! এবার মোদিকে কটাক্ষ করলেন রেভন্থ রেড্ডি

কি বললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি ?

author-image
Debjit Biswas
New Update
revanth1

নিজস্ব সংবাদদাতা : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। তিনি বলেন,''চারদিনের সংঘর্ষের পর হঠাৎ করে কী হল তা কেউ জানে না। ট্রাম্প এসে বললেন, যুদ্ধ তিনি থামিয়েছেন। এই বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করা হয়নি কেন ?”

revanth1

এরপর তিনি বলেন,''১৯৭১ সালে পাকিস্তান যখন আমেরিকার সহায়তায় ভারত আক্রমণ করতে চেয়েছিল, তখন ইন্দিরা গান্ধী আমেরিকার হুমকি উপেক্ষা করেও পাল্টা জবাব দিয়েছিলেন ও পাকিস্তানকে দুই ভাগে ভাগ করেছিলেন।”