/anm-bengali/media/media_files/uxCmoTvui7zpcvpQBMUj.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বাড়ির বাইরে ধুলোর ঝড়। বাতাসের সঙ্গে সেই ধুলো প্রবেশ করছে শরীরে। আর তাতেই বাড়ছে অসুস্থতা। দুজনে মুখ ঢেকেছে উত্তর প্রদেশ। শিশুদের স্বাস্থ্যের ওপর জোর দিয়ে শারীরিক ভাবে স্কুলে উপস্থিত হওয়া থেকে রেহাই দেওয়া হচ্ছে। এমনই নির্দেশ দিল গৌতম বুদ্ধ নগর জেলা প্রশাসন। জেলা শাসকের তরফে জানানো হয়েছে, দূষণের কারণে গৌতম বুদ্ধ নগরের সমস্ত স্কুলকে ১০ নভেম্বর পর্যন্ত প্রি-স্কুল থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শারীরিক ক্লাস বন্ধ করে এবং অনলাইনে পাঠদান পরিচালনা করার মাধ্যমে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান স্টেজ ৪ আদেশের বাস্তবায়ন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
In view of the poor air quality, all schools of the District Gautam Budha Nagar are directed to follow the implementation of the Graded Responses Action Plan Stage 4 order by discontinuing physical classes from Pre School to Class 9th up to 10 November and conduct lessons in… pic.twitter.com/2YaPx3vNPg
— ANI (@ANI) November 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us