নিজস্ব সংবাদদাতাঃ উত্তরকাশীর (Uttarkashi) সিল্কিয়ারা টানেলে আটকে পড়েছেন বহু শ্রমিক। এক একটা মিনিট কাটছে সেইসঙ্গে চরম উৎকণ্ঠাও বাড়ছে সকলের মধ্যে। উত্তরকাশীতেরীতিমতো যুদ্ধ তৎপরতায় উদ্ধারঅভিযানচলছে।উদ্ধারকারীদলগুলি১০দিনধরে৪১জনশ্রমিককেসরিয়েনেওয়ারজন্যআপ্রাণচেষ্টাকরছে।জানা যাচ্ছে, আগামী৪০ঘণ্টাখুবইগুরুত্বপূর্ণ।উদ্ধারকারীসংস্থারঅনুমান, ৩০থেকে৪০ঘণ্টারমধ্যেসবশ্রমিককেনিরাপদেটানেলথেকেবেরকরেআনাহবে।এরআগেমঙ্গলবারসুড়ঙ্গথেকেসুখবরআসে, টানেলেরমধ্যেআটকাপড়াশ্রমিকদেরপরিবারেরসদস্যরাক্যামেরারমাধ্যমেপ্রিয়জনেরমুখদেখেতাদেরসঙ্গেকথাবলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের সরিয়ে নিতে অগার মেশিনটি এখন পর্যন্ত ৩২ মিটার পর্যন্ত খনন করেছে। এটিতে ৮০০ মিমি ব্যাসের পাইপ রয়েছে। মোট ৬০ মিটার পর্যন্ত খনন করে পাইপ স্থাপন করতে হবে। উদ্ধারকারী দল ৪০টি অ্যাম্বুলেন্স ডেকেছে। জরুরি পরিষেবা ১০৮-কে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আগামীকালের মধ্যে অপারেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।