/anm-bengali/media/media_files/UPyodC5YH1eqKC8LnbxL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে ততই হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরিস্থিতি খারাপ হচ্ছে। প্রকৃতি যেন সেখানে তাণ্ডব চালাচ্ছে। দফায় দফায় মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। সবথেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সিমলার সামার হিল এলাকায়। গত ১৪ তারিখ এখানে এক ধস নামার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাও উদ্ধারকার্যে নেমেছে বহু উদ্ধারকারী দল। এসবের মাঝেই চমকে দেওয়ার মতো তথ্য দিলেন এনডিআরএফ(NDRF)-এর ইন্সপেক্টর নাসিফ খান। তিনি বলেন, "চার দিন ধরে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। ভারতীয় সেনাবাহিনী, এসডিআরএফ এবং পুলিশ এখানে উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। নিখোঁজ ২১ জনের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে।“
#WATCH | Himachal Pradesh | Rescue operation underway in Shimla's Summer Hill area after a massive landslide took place in the area on 14th August. pic.twitter.com/TD6Q6YPakx
— ANI (@ANI) August 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us