করমণ্ডল দুর্ঘটনা: উদ্ধারকাজ শেষ! পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে?

গতকাল এক ভয়ানক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারত। এর আগেও এরকম কিছু ভয়ানক অভিজ্ঞতার মুখে পড়েছে দেশবাসী। বালাসোরের দুর্ঘটনার পর আবার একবার মাথাচাড়া দিয়ে উঠছে সেইসব অভিজ্ঞতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
cor7

নিজস্ব সংবাদদাতা: বালাসোরের ট্রেন দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষ হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। ঘটনাস্থল থেকে সর্বশেষ ভিডিও এসেছে সামনে। যশোবন্তপুর এবং করমণ্ডল এক্সপ্রেসের টুকরো টুকরো অংশ পড়ে রয়েছে সেখানে। পড়ে রয়েছে কাঁচের টুকরো। ঘটনার পর থেকেই স্থানীয় মানুষ ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকার্যে। পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৬১।