"সিকিম বিপর্যয়" থেকে রেহাই, আকাশপথে সরিয়ে নেওয়া হল আটকে পড়া ব্যক্তিদের

উত্তর সিকিমে বিশাল ভূমিধসে ধ্বংসের চিহ্ন রয়ে গেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-03 at 4.30.06 PM

নিজস্ব প্রতিনিধি: "ছাতেন থেকে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে আকাশপথে সরিয়ে নেওয়া হয়েছে" পাকিয়ংয়ে। সিকিম বিপর্যয়ে আটকে পড়া ব্যক্তিদের প্রথম দলকে সফলভাবে আকাশপথে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেল। দুটি MI-17 V5 হেলিকপ্টার ৩৪ জন উদ্ধারকারীকে নিয়ে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে তাদের উদ্ধার অভিযান সম্পন্ন করেছে। উদ্ধারকৃতদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আহত সেনা সদস্য, তাদের পরিবারের সদস্য এবং এলাকায় আটকে পড়া পর্যটকরা রয়েছেন।

Three persons died and six security peronnel missing