/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রিলায়েন্স পাওয়ার লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) অশোক কুমার পাল-কে গ্রেফতার করেছে ভারতের প্রয়োগ অধিদপ্তর (Enforcement Directorate – ইডি)। সংস্থার বিরুদ্ধে জারি থাকা নকল ব্যাংক গ্যারান্টি ও ভুয়া ইনভয়েস মামলার তদন্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ইডির কর্মকর্তারা জানিয়েছেন, গত রাতে দিল্লি অফিসে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পালকে হেফাজতে নেওয়া হয়। তাকে আদালতে পেশ করে সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত জালিয়াতি নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
তদন্ত সংক্রান্ত সূত্রে জানা গেছে, রিলায়েন্স পাওয়ার এবং এর সহযোগী কিছু প্রতিষ্ঠানের নামে জাল ব্যাংক নথি ও মিথ্যা বিল প্রদানের অভিযোগ উঠেছে। এসব নথি ব্যবহার করে আর্থিক লেনদেনে অনিয়ম ও ভুয়া হিসাবপত্রের মাধ্যমে অর্থ স্থানান্তরের আশঙ্কা করছে ইডি।
কর্তৃপক্ষ জানিয়েছে, মামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ইতিমধ্যে বিপুল পরিমাণ নথি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেছে ইডি। সংস্থার আর্থিক হিসাব ও প্রকল্প সংক্রান্ত দলিলও খতিয়ে দেখা হচ্ছে।
অশোক কুমার পালকে আগামী শুনানিতে আদালতের সামনে তোলা হবে, যেখানে ইডি তাঁর রিমান্ডের আবেদন জানাবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে সরকারি পক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ রিলায়েন্স গ্রুপের আর্থিক দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে, যদিও সংস্থা এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
The Enforcement Directorate has arrested Ashok Kumar Pal, Chief Financial Officer (CFO) of Reliance Power Limited, in the alleged Reliance Power fake bank guarantee and fake invoicing case. Pal was arrested last night after questioning in the Delhi office. He will be produced…
— ANI (@ANI) October 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us