New Update
/anm-bengali/media/media_files/ia0dwLf3qG0yyz8ifn6Y.jpg)
নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করলেন যে কিছু কিছু জিনিসের উপর ছাড় দেওয়া হয়েছে। ৩১ মাস পর্যন্ত সেই সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। '২০১৪ সালে কোথায় ছিলাম এখন কোথায় এসেছি। এক শ্বেতপত্র তৈরি করেছে সরকার। খুচরো বিক্রেতাদের আয় করার উদ্দেশ্যে বা দুই কোটি টাকা থেকে বেড়ে তিন কোটি হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমে ২২ শতাংশ হয়েছে। মানুষ সরকারকে বিশ্বাস করছে', বললেন অর্থমন্ত্রী।
/anm-bengali/media/media_files/tdtBCfcHoTPo7m7UZWMf.jpeg)
/anm-bengali/media/media_files/vBAW85tAaAt262MpsET2.jpeg)
/anm-bengali/media/media_files/4JeuqkiG6RG25n1LYxVs.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us