হামলা হলেও ভাঙবে না মনোবল ! সকালে আক্রান্ত হয়েই বিকালে বড় টুইট করলেন রেখা গুপ্তা

কি টুইট করলেন রেখা গুপ্তা ?

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : আজ সকালে নিজের বাড়িতে ‘জন শুনানি’ কর্মসূচিতে একটি ভয়াবহ হামলার শিকার হওয়ার বিকালেই এই বিষয়ে নিজের মতামত জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি একটি টুইট বার্তায় বলেন,''আজ সকালে ‘জন শুনানির’ সময় আমার ওপর যে হামলা হয়েছে, তা কেবল আমার ওপর হয়নি, বরং দিল্লির সেবা করার এবং মানুষের কল্যাণে কাজ করার আমাদের সংকল্পের ওপর একটি কাপুরুষোচিত আক্রমণ হয়েছে। এই হামলার পর আমি হতবাক ছিলাম, কিন্তু এখন ভালো বোধ করছি।”

rekha guptaa

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এমন হামলা কখনও আমার মনোবল বা মানুষের সেবা করার আমার সংকল্পকে ভাঙতে পারবে না। এখন আমি আগের চেয়েও বেশি শক্তি ও নিষ্ঠা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব। জনগণের সমস্যা সমাধানের জন্য জন শুনানি আগের মতোই গুরুত্ব সহকারে ও প্রতিশ্রুতির সঙ্গে চলতে থাকবে।”