BREAKING: অপারেশন সিঁদুরের প্রশংসা করেননি কেজরিওয়াল ! কেন এমন দাবি করলেন রেখা গুপ্তা ?

কি বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ?

author-image
Debjit Biswas
New Update
rekha guptaa

নিজস্ব সংবাদদাতা : এবার অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ফের একবার অরবিন্দ কেজরিওয়ালকে কড়া আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন,''অপারেশন সিঁদুর নিয়ে সারা দেশ গর্বিত। পাকিস্তানের কোনও ড্রোনই পাঞ্জাবের সীমান্ত অতিক্রম করতে পারেনি, আর তা সম্ভব হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের কারণেই। কিন্তু আপনি (অরবিন্দ কেজরিওয়াল) একবারও এই অপারেশনের প্রশংসা করেননি।'' রেখা গুপ্তার এই মন্তব্যে ব্যাপক চাপে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। 

Atishi kejriwal.webp