BREAKING: যারা এতদিন দিল্লিকে লুটেছে, তারা আজ পাঞ্জাব লুটছে ! আম আদমি পার্টিকে তীব্র কটাক্ষ করলেন রেখা গুপ্তা

কি বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ?

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : ফের একবার আম আদমি পার্টিকে তীব্র কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আজ তিনি বলেন,''যারা দিল্লিকে এতদিন প্রতারণা করে লুটেছে, তারাই এখন পাঞ্জাবকে লুটছে। কিন্তু আমরা তা হতে দেব না।” এরপর তিনি বলেন,''দিল্লির মানুষ আমাকে লুধিয়ানায় পাঠিয়েছেন। আমি এখানে এসেছি আপনাদের সবাইকে আম আদমি পার্টির সমস্ত দুর্নীতির কাহিনি শোনাতে।”

g