খড় পোড়ানো প্রসঙ্গে পরিবেশমন্ত্রী বড় পদক্ষেপ, কি বললেন তিনি ?

জাতীয় রাজধানীতে মারাত্মক বায়ু দূষণ থেকে স্বস্তি আনতে, দিল্লি সরকার কৃত্রিম বৃষ্টির চেষ্টা করার পরিকল্পনা করছে।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবের খড় পোড়ানো প্রসঙ্গে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, " গত বছরের তুলনায় খড় পোড়ানোর পরিমাণ অনেক কম। আগে বিক্ষিপ্তভাবে খড় পোড়ানো হত। এখন যেহেতু বপনের মরসুম আসছে তাই তারা সব খড় পোড়ানোর জন্য তাড়াহুড়ো করছে। আমরা সেখানকার মানুষের সাথে কথা বলছি। সেখানে আমাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। "

hiren

hiring.jpg