চারধাম যাত্রার রেজিস্ট্রেশনে রেকর্ড! প্রথম দিনেই

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চারধাম যাত্রার রেজিস্ট্রেশন ৷ প্রথম দিনেই 1,65,292 জন ভক্ত তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন ৷

author-image
Jaita Chowdhury
New Update
zsxX

নিজস্ব সংবাদদাতা: গত বছর থেকে চারধামের যাত্রায় রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হয়েছে ৷ আধার কার্ড বা পাসপোর্ট এবং অন্যান্য নথি-সহ অনলাইনে আবেদন করা যায় ৷ 30 এপ্রিল শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত উত্তরাখণ্ডের এই চারধাম যাত্রা ৷ 20 মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ৷ প্রথম দিনেই রেকর্ড সংখ্যক তীর্থযাত্রী নাম নথিভুক্ত করেছেন ৷

বৃহস্পতিবার প্রথম দিনেই 1,65,292 জন ভক্ত তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন ৷ যা গত বছরের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৷ এদিন সকাল 7টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল ৷ শেষ হয় বিকেল 5টা নাগাদ ৷ প্রথম দিনই দেড় লক্ষের বেশি মানুষ নাম নথিভুক্ত করিয়েছেন ৷ গত বছর প্রথম দিন 1.50 লক্ষ ভক্ত তাঁদের নাম নথিভুক্ত করেছিলেন ৷ প্রথম দিনেই কেদারনাথ ধামের জন্য সর্বাধিক নাম নথিভুক্ত হয়েছে ৷

trekonindia kedarnath