মেলেগাঁও রায়ে প্রতিক্রিয়া: গেরুয়া পতাকা রক্ষা পেল, বললেন মনোজ তিওয়ারি

২০০৮ মেলেগাঁও বিস্ফোরণ মামলা: বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির মন্তব্য— ‘ভগবা পতাকাকে কলুষিত করার চক্রান্ত ভেঙে দিয়েছে আদালত’।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-31 9.40.55 PM

নিজস্ব সংবাদদাতা: ২০০৮ সালের মেলেগাঁও বিস্ফোরণ মামলায় এনআইএ আদালতের রায়ে সকল অভিযুক্তকে খালাস দেওয়ার পর বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, "যারা বিস্ফোরণ ঘটিয়েছিল, তারাই হিন্দুদের ওপর দোষ চাপিয়ে ‘ভগবা’ অর্থাৎ গেরুয়া পতাকাকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানোর ষড়যন্ত্র করেছিল। আজ আদালত সেই সমস্ত অভিযুক্তদের বেকসুর খালাস দিয়ে তাদের মুখে জোর চপেটাঘাত দিয়েছে।"

তিওয়ারির মতে, এই রায় প্রমাণ করে দিয়েছে যে হিন্দুদের সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানোর চেষ্টা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে চালিত। তিনি আরও বলেন, "যারা সন্ত্রাসবাদীদের বাঁচাতে গেরুয়া পতাকাকে অপমান করেছিল, তাদের আজ আদালত জবাব দিয়েছে। বিরোধীরা আজ এক্সপোজ হয়েছে। দেশবাসী এই ষড়যন্ত্রকারীদের ভোটের রাজনীতির জন্য হিন্দুদের সন্ত্রাসবাদী বলার চেষ্টার জন্য উপযুক্ত শাস্তি দেবে।"

উল্লেখ্য, ২০০৮ সালে মহারাষ্ট্রের মেলেগাঁওয়ে এক ভয়াবহ বিস্ফোরণে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর আদালত সম্প্রতি রায় ঘোষণা করে, যেখানে সব অভিযুক্ত ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে। বিজেপি পক্ষ এই রায়কে ‘ন্যায়ের বিজয়’ বলে ব্যাখ্যা করছে, যেখানে বিরোধী দলগুলির বিরুদ্ধে ‘তুষ্টিকরণের রাজনীতি’ করার অভিযোগ আনা হয়েছে। মনোজ তিওয়ারির মন্তব্য স্পষ্ট করে দেয়, বিজেপি এই রায়কে ভবিষ্যৎ রাজনৈতিক প্রচারে বড় ইস্যু হিসেবে ব্যবহার করতে চলেছে।