নিজস্ব সংবাদদাতা: একটি বড় খবর সামনে এল। জানা গিয়েছে যে, RBI প্রাইভেট সেক্টরের অন্যতম বৃহত্ ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে। মূলত, ওই ব্যাঙ্ককে লক্ষ লক্ষ টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানা গিয়েছে যে গ্রাহকদের প্রতি অবহেলার কারণে RBI এই জরিমানা ধার্য করেছে। পাশাপাশি, কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে যে ওই ব্যাঙ্কটি RBI-এর নির্দেশ অনুসরণ করেনি। অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে RBI ৯০.৯২ লক্ষ টাকার জরিমানা আরোপ করাহয়েছে । পাশাপাশি, এই জরিমানা আরোপের পরে RBI একটি বিবৃতিও জারি করে যেটিতে বলা হয়েছে যে KYC নির্দেশিকা সহ ২০১৬ সালের রিস্ক ম্যানেজমেন্ট এবং ঋণের নিয়মগুলি অনুসরণ করা হয়নি। এর জেরে ওই ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে।