BREAKING: আরও সহজ হবে গৃহঋণ ! ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমালো আরবিআই (RBI)

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা:  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মনেটারি পলিসি কমিটি (MPC), এবার ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ এই ঘোষণা করেছেন আরবিআই (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা। রেপো রেট হল সেই হার, যে হারে আরবিআই (RBI) বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। এই হার কমলে সাধারণত ঋণের সুদের হারও কমে যায়, ফলে গৃহঋণ বা গাড়ির ঋণ নেওয়া সহজ হয়। এই বিষয়ে আরবিআই (RBI) গভর্নর বলেছেন, "মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক বৃদ্ধি বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে বাজারে নগদ প্রবাহ বাড়বে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।

RBIR.jpg