/anm-bengali/media/media_files/KpaxD8ytmPmKmH6UpmDH.jpg)
নিজস্ব সংবাদদাতা : আগামী অগাস্ট মাসে ফের একবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI), আজ এমনটাই দাবি করলো আইসিআইসিআই (ICICI) ব্যাংকের একটি রিপোর্ট। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তাহলে রেপো রেট কমে দাঁড়াবে ৫.২৫ শতাংশে। এই সম্ভাব্য হার কমানোর মূল কারণ হল, গত জুন মাসে মুদ্রাস্ফীতির হার বিগত ৭৭ মাসের সর্বনিম্ন হার ২.১০ শতাংশে নেমে আসা। রিজার্ভ ব্যাংক ইতিমধ্যেই জুন মাসে এই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫০ শতাংশ করেছিল। বিশেষজ্ঞদের মতে, দেশে আর্থিক প্রবৃদ্ধিকে সহায়তা করতে এবং ঋণ গ্রহণ সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই রেপো রেট কমলে সাধারণ মানুষ উপকৃত হবেন, কারণ হোম লোন, গাড়ির লোন এবং অন্যান্য ঋণের উপর সুদের হার অনেকটাই কমে যাবে। তবে সেক্ষেত্রে জমার উপর সুদের হার কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ErnmPIz2ZnIDOgVqanFd.jpg)
RBI may go for another 25 bps rate cut in August, repo rate to come down at 5.25%: Report
— ANI Digital (@ani_digital) July 18, 2025
Read @ANI story | https://t.co/yx68mwxfsp#RBI#reporate#Indiapic.twitter.com/CmMD8KHCT6
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us