RBI-এর নতুন কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হলেন সোনালী সেনগুপ্তা

কি দায়িত্ব সামলাবেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
jpg

নিজস্ব সংবাদদাতা : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সোনালী সেনগুপ্তা-কে তাদের নতুন কার্যনির্বাহী পরিচালক (Executive Director - ED) হিসেবে নিয়োগ করেছে। এই নিয়োগ ৯ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। কার্যনির্বাহী পরিচালক হিসেবে সোনালী সেনগুপ্তা RBI-এর তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বভার সামলাবেন—

RBIR.jpg

কনজিউমার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট (Consumer Education and Protection Department)।

ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (Financial Inclusion and Development Department)।

ইন্সপেকশন ডিপার্টমেন্ট (Inspection Department)।