/anm-bengali/media/media_files/Yf1V25oHrolKckbME7zX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এই মাসেই ২০০০ টাকার নোটের ব্যবহারের সময়সীমা শেষ হবে। যাঁদের কাছে ২০০০ টাকার নোট ছিল, তাঁদের অধিকাংশই ইতিমধ্যে সেই নোট ব্যাঙ্কে জমা দিয়ে দিয়েছেন। তবে এখনও কিছু বাকি রয়েছে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দাবি করছে যে এখনও পর্যন্ত ৩.৩২ লক্ষ কোটি মূল্যের ২০০০ টাকার নোট ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে। অর্থাত্ বাজারে ছাড়া ২০০০ টাকার নোটের প্রায় ৯৩ শতাংশই ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে।
৩১ অগস্ট ব্যবসা বন্ধ হওয়া পর্যন্ত বাজারে ০.২৪ লক্ষ কোটি মূল্যের ২০০০ টাকার নোট পাওয়া গেছে। ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে আসা ৩.৩২ লক্ষ কোটি মূল্যের মধ্যে ২০০০ টাকার নোটের প্রায় ৮৭ শতাংশ সাধারণ মানুষ জমা করে দিয়েছেন। এখনও পর্যন্ত যাঁরা ২০০০ টাকার নোট জমা করেননি, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্কে জমা দিতে বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us