New Update
/anm-bengali/media/media_files/B17l2FogByVJphISsA8h.jpg)
নিজস্ব সংবাদদাতা : দিল্লি বিধানসভার বিধায়ক দলের নেতা অর্থ্যাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর প্রসাদ ও ওম প্রকাশ ধনখড় দিল্লি বিজেপি দপ্তরে পৌঁছেছেন। তাঁরা সমস্ত বিধায়কদের সঙ্গে আলোচনা করে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবেন। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কারণ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
#WATCH | BJP leaders and party's central observers for electing Leader of Delhi Legislature Party, Ravi Shankar Prasad and Om Prakash Dhankar, arrive at the Delhi BJP office pic.twitter.com/tGyhOhJA31
— ANI (@ANI) February 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us