অভিযোগ করে নিজেই পালিয়ে যান রাহুল ! রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করলেন হেভিওয়েট বিজেপি নেতা

কি বললেন রবিশঙ্কর প্রসাদ ?

author-image
Debjit Biswas
New Update
YRMF

নিজস্ব সংবাদদাতা : ফের একবার রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করলেন হেভিওয়েট বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন,''রাহুল গান্ধী এমন একজন ব্যক্তি, যিনি কাউকে অপমান করেন এবং তারপর পালিয়ে যান।"

rahul6

তিনি আরও বলেন, "রাহুল হতাশ, কারণ তিনি মনে করেন যে এই দেশ চালানোর চুক্তি শুধুমাত্র তার পরিবারের কাছেই রয়েছে, তাহলে প্রধানমন্ত্রী মোদি হঠাৎ কোথা থেকে এলেন?"